Polytechnic admission 2023 is knocking at the door. Recently SSC and SSC Vocational result has published. Huge number of students are eagerly waiting for Polytechnic admission circular 2023. A variety of technologies offered by BTEB in different Polytechnic institutions. After passing SSC examination or Vocational SSC Examinations most of the students desire to get diploma in Engineering degree. In this post a candidate can learn a complete guideline of Diploma in Engineering or Polytechnic admission 2023.
Why Diploma in Engineering/Polytechnic Admission 2023
সাধারণত শিক্ষা দুই ধরনের। তাত্ত্বিক এবং কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষা। ডিপ্লোমা বা পলিটেকনিক শিক্ষা হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৪ বছর মেয়াদী একটি কোর্স। পলিটেকনিক ইন্সটিটিউটগুলোতে মূলত বিভিন্ন টেকনোলজি এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর উপর পাঠদান ও ব্যাবহারিক জ্ঞানদান করা হয়। পলিটেকনিক ইন্সটিউট থেকে পাশ করা একজন শিক্ষার্থীকে এইচএসসি সমমান ধরা হলেও চাকুরী বাজারে তাদের অনেক চাহিদা রয়েছে। তাছাড়া আগামী বিশ্বের কথা চিন্তা করে কারিগরি শিক্ষার হাতিয়াড় হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি বা পলিটেকনিক ভর্তির বিকল্প নেই। পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পাশ করা একজন শিক্ষার্থীর সামনে একাধারে বিএসসি ইঞ্জিনিয়ার, সরকারি ও বেসরকারি চাকুরির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষারসহ নানা ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার অপার সম্ভাবনা থাকে।
শুরুটা যেভাবে হতে পারে
মাধ্যমিক থেকে পাশ করা একজন শিক্ষার্থী (এসএসসি/দাখিল অথবা ভোকেশনাল এসএসসি/দাখিল) সরাসরি অর্জিত জিপিএর এর মাধমে বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারে। অবশ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী চাইলে এইসএসসিতেও ভর্তি হতে পারে সেটা আলাদা বিষয়। এসএসসি/দাখিল ও ভোকেশনাল এসএসসি/দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার ২০-২৫ দিনের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন মেরিনসহ এইচএসসি বিএমটি এর বিজ্ঞপ্তি বা সার্কুলার প্রকাশ করে থাকে। মূলত পলিটেকনিক ভর্তির প্রথম ধাপটি হল কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। ভোকেশনাল থেকে পাশ করে কোথায় ভর্তি হবে সংক্রান্ত ভিডিও দেখুতে ক্লিক করুন
Polytechnic admission 2023 এর ভর্তির ন্যূনতম যোগ্যতা।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ২০২২-২০২৩ সেশনে ১ম পর্বে ভর্তির ক্ষেত্রেঃ
- ছেলেদের ক্ষেত্রে গণিতে ৩.০০ পয়েন্ট সহ মিনিমাম জিপিএ ৩.৫০
- মেয়েদের ক্ষেত্রে গণিতে ৩.০০ পয়েন্ট সহ মিনিমাম জিপিএ ৩.০০
- যেকোনো বিভাগের ছাত্র/ছাত্রীরা ভর্তি হতে পারবে।
- যেকোনো শিক্ষা বোর্ড এর শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
- পলিটেকনিক ভর্তি ২০২৩ এর জন্য যেকোন সালে পাশকৃত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
- নির্দিষ্ট কোন বয়সসীমা নেই।
বেসরকারি পলিটেকনিক ইন্সটিউটে ২০২২-২০২৩ সেশনে ১ম পর্বে ভর্তির ক্ষেত্রেঃ
- উপরে উল্লেখিত সকল যোগ্যতা একই থাকবে শুধু এসএসসি বা সমমানের জিপিএ কমপক্ষে ২.০০ থাকলেই হবে।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ১ম পর্বের ১ম ও ২য় শিফট এর টেকনোলজিসমূহ
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর যেসব টেকনোলজিসমূহে পাঠদান করা হয়ঃ
- অটোমোবাইল
- এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এ্যারোস্পেস)
- এয়াক্রাফট মেইনটেন্যান্স (এভিয়োনিক্স)
- আর্কিটেকচার
- সিরামিক্স
- কেমিক্যার
- সিভিল
- সিভিল (উড)
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি
- কন্সট্রাকশন
- ইলেকট্রিক্যাল
- ইলেক্ট্রোমেডিকেল
- ইলেকট্রনিক্স
- এনভায়রনমেন্টাল
- ফুড
- ফুটওয়্যার
- গ্লাস
- গ্রাফিক্স ডিজাইন
- লেদার
- লেদার প্রডাক্টস অ্যান্ড এক্সসরিজ
- মেরিন
- মেকাট্রনিক্স
- মেকানিক্যাল
- পাওয়ার
- প্রিন্টিং
- রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন
- শিপ বিল্ডিং
- সার্ভেয়িং ও টেলিকমিউনিকেশন
তবে সব পলিটেকনিক ইন্সটিটিউট এর সকল টেকনোলজি নেই। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তার প্রছন্দের পলিটেকনিকে তার প্রছন্দের টেকনোলজি রয়েছে কিনা সেটা জেনে নিতে হবে। ভর্তি আবেদন করার সময় এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।
সরকারি ও বেসরকারি পলিটেকনিকে আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট সময় সীমার মধ্যে নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অলনাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রছন্দের টেকনোলজি নির্বাচন
প্রছন্দের পলিটেকনিক ইন্সটিটিউটে প্রছন্দের টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি আবেদন এর সময় শিক্ষার্থীদের সঠিক এবং কৌশলী হয়ে টেকনোলজি নির্বাচন করতে হবে। কম জিপিএ নিয়েও অনেক সুচতুর শিক্ষার্থী তাদের প্রছন্দের টেকনোলজিতে খুব সহজেই চান্স পেতে পারে। আবার খুব ভাল জিপিএ নিয়েও অনেক শিক্ষার্থী শুধুমাত্র সঠিকভাবে টেকনোলজি ও ইন্সটিটিউট নির্বাচন না করায় প্রছন্দের পলিটেকনিকে চান্স নাও পেতে পারে।
Polytechnic admission 2023 Merit list
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২১-২২ অনুয়াযী সরকারী পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের নিন্মোক্তভাবে মেধাক্রম নির্বাচিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৩ এও খুব ব্যাতিক্রম হবে না।
- এসএসসি ও সমমান পরীক্ষার জিপিএর ভিত্তিতে
- একই জিপিএ হলে সাধারণ গণিতের জিপিএর এর ভিত্তিতে
- সাধারণ গণিতের জিপিএ একই হলে উচ্চতর গণিত /বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএর ভিত্তিতে
- উচ্চতর গণিত/বিজ্ঞানের জিপিএ একই হরে ইংরেজি এর জিপিএর ভিত্তিতে
- ইংরেজি এর জিপিএ একই হলে পদার্থ/রসায়ন এর সবোর্চ্চ জিপিএর ভিত্তিতে
- পদার্থ/রসায় এর সর্বোচ্চ জিপিএ একই হলে মোট নম্বরের ভিত্তিতে
- মোট নম্বর একই হলে সাধারণ গণিতের নম্বর এর ভিত্তিতে এবং এইভাবে চলতে থাকবে
- সর্বশেষ বয়সের ভিত্তিতে
ডিপ্লোম ১ম পর্বের অনলাইন ক্লাস ও সুপার সাজেশন প্রোগ্রামে এনরুল করুন
https://papeleducare.net/courses/diploma_1st_semester_suggestion/
পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কোটা পদ্ধতি
Polytechnic admission 2023 এ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সেসকল কোটা সুবিধা পেতে পারে। নিন্মে Polytechnic admission Circular 2021-22 অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান কোটা ছিলঃ
- মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানের জন্য ৫%
- প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫%
- ভোকেশনাল এসএসসি ও ভোকেশনাল দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১৫%
- মেয়েদের জন্য ২০% (তবে যোগ্য ছাত্রী পাওয়া না গেলে তা ছাত্রদের দিয়ে পূরণ করা হবে)
Polytechnic admission 2023 এ সেরা টেকনোলজি কোনটি?
প্রবিধান ২০২২ প্রকাশের পর প্রতিটি টেকনোলজিই ভাল। যার যে বিষয়ে পড়তে ভাল লাগে সেটিই সেরা। আগামী চার বছর পর চাকুরী বাজার কেমন হবে সেদিকে বিবেচনা সেরা টেকলোজির একটি তালিকা দেওয়া হলোঃ
- মেকানিক্যাল (অটোমোবাইল, পাওয়ার, আরএসি)
- ইলেকট্রিক্যাল
- সিভিল
- ইলেকট্রনিক্স
- কম্পিউটার সায়েন্স
- কেমিক্যাল
Polytechnic admission 2023 and Diploma in Engineering Admission এর সকল ভিডিও দেখুন একসাথে
পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তে কি রকম খরচ হতে পারে প্লিজ একটু বলবেন
চ্যানেল এ ভিডিও আছে দেখে আসুন
এবার এসএসসিতে আমি ৪.৮২ পেয়েছি। আমি কি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ চান্স পাবো?? প্লিজ বলবেন। গণিতে A+ রয়েছে
স্যার আমি ২০২২সালে এসএসসি পরিক্ষা দিছি। আমি এসএসসি তে ৩.০০ পেয়েছি। তাই আমার ইচ্ছে ছিল সিলেট পলিটিকাল ইন্জিনিয়ারিং এ পড়াশোনা করব তাই আমি কী পারব ভর্তি হইতে…….. একটু বলবেন।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৪ বছরে মোট ৫৫ হাজার টাকার মতো খরচ হবে বা তার থেকে একটু বেশিও হতে পারে।
আর বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৪ বছরে মোট ২ লক্ষ টাকার মতো খরচ হবে।
Thank you sir…
স্যার ৪.৭৫ গণিতে-4.00! “ঢাকা পলিট্যাকনিকালে কোন ট্রেড পাবো?
নাহ কিন্তু অন্যান্য ইন্সটিটিউট এ পাবেন।
একটু টাফ হয়ে যাবে
৪.৫০ তে কোথায় আবেদন করলে civil subject pabo
আমাদের চ্যানেল এ এই বিষয় এ ভিডিও আসবে
Bai ami Science থেকে GPA 4.50 পেয়েচি। এখন আমি কি চিটাগং পলি টেকনিক্যাল এ চান্স পেতে পারি।গণিত ও উচ্চতর গণিত এ ও A + আছে দুটোই।
Ekto tough
No bro
3.56 দিয়ে কি রংপুর বা বগুড়া পলিটেনিকে ভর্তি হতে পারবো ভাইয়া..
না। আপনি ডিপ্লোমা ইন এগ্রিকালচার এ ভর্তি হতে পারবেন
3.72(scince) নিয়ে কি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবো?
Graphic design নিয়েও কী পড়াশোনা করা যায়? যদি যায় তাহলে কোন পলিটেকনিক এ এই সাবজেক্ট আছে? বললে খুব উপকার হতো স্যার।
Ha jai
আমার 4.44 সাধারণ গণিতে A আছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এ ভর্তি হতে পারব প্লিজ একটু বলবেন।
sir ami 4.61 peyechi science theke…ami sorkari kon kon politecnical a chance pabo?PLEASE SIR NEED YOUR HELP {math A-}
বিজ্ঞপ্তি প্রকাশের পর ইনশাল্লাহ আবেদন প্রক্রিয়ার ভিডিওগুলোতে বিস্তারিত বলা হবে। এখন বললেও দেখা যাবে যে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটা তেমন কাজে আসলো না।
আমার জিপিএ ৪.২৮ এবং গনিতে B পেয়েছি তাহলে কি আমি কুমিল্লাহ পলিটেকনিক্যাল এ ভর্তি হতে পাড়ব
নাহ
Amr GPA 4.61
Math e C
Ami ki Dhaka polytechnic e computer e chance pabo
উচ্চতর গণিত ছিল কি?
A+
ভাইয়া আমি ভোকেশনাল হতে জিপিএ 4.86 পেয়েছি গণিতে A+ আছে।
আমি কি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাব ?
সম্ভাবনা আছে
হ্যাল ভাইয়া ভোকেশনাল হতে জিপিএ 4.75 পেয়েছি গণিতে A+ আছে।
আমি কি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাব ?
হ্যাঁ
sir ami ssc te Gpa 4.06 paici science thika, math a (A) ase ami ki Polytechnic Institute a chance pabo??
হ্যাঁ পাবেন
4.83 dea ki sylhet politecnical collage a chance pabo. Matches a a+ ace
ভাই আমি এবার মাদ্রাসা থেকে মানবিক বিভাগ থেকে এস এস সি পরিক্ষায় ৪.৫০ পেয়েছি। কিন্তু সাধারণ গনিতে B পেয়েছি 😥( উচ্চতর গনিত নাই) এখন আমি কি ইলেক্ট্রিশিয়ান / ইলেক্ট্রনিক / মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ কোন পলিটেকনিক এ চান্স পাবো😐 আর পেলেও কোন কোন পলিটেকনিক এ চান্স পেতে পারি😐😬 প্লিজ জানান
Sir ami science thake 4.39 payasi math A+ er Higher math e A+
Ami ki Dhaka political e chans pabo plz reply
অন্য কোন দিকে চেষ্টা করবেন।
ami 4.89 peyechi,, amr physics, chemistry, highermath, genaral math, ”egulote a+” ,,, ami kon kon subject chooise dite pari …??? & 90-100% chance thakbe amr chance paoyar ??? janaben please
ami ki college ar polytechnic 2 ta tei Apply korte parbo
No never
Sir, amr SSC te 4.00 & Math e (B) asse…. Ami ki Dhaka r moddhe sorkari ba besorkari kono polytechnic collage e chance pabo..?
না
Sir ami 4.72 paici science theke… Ami ke Mymensingh Polytechnic a chance pabo..math a (A) paici.ami ki computer sub pabo
হ্যাঁ পাবেন
Computer sub pabo??
4.94 e ki Dhaka Polytechnic e asbe ebar??? Math duitatei A+ ace.
২য় মেধাতালিকা
আমার ছোট ভাই এসএসসিতে 3.89 পেয়েছে কমার্স থেকে এখন সে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে চাই। গনিতে A-
মুক্তিযুদ্ধ কোটা আছে।
সিভিল অথবা মেকানিক্যাল সাবজেক্ট কি পাবে?
এই রেজাল্ট অনুযায়ী আবেদনের ইনস্টিটিউট লিস্ট কিভাবে হলে ভালো হয়?
সম্ভাবনা আছে
কুমিল্লা