Polytechnic Physics 2 Suggestions for 2nd semester final exam 2022 I Under BTEB Diploma in engineering 2nd semester Physics final exam will be held on 07 February. Polytechnic 2nd semester Physics 2 exam is the third exam. Physics 2 exam will going to be vital for all technologies students. Physics 2 super suggestions may help those who are in polytechnic 2nd semester final examinee.
Polytechnic Physics 2 Suggestions oti sonkhipto questions
১। থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে?
২। তাপ ও তাপমাত্রা কী? একক কী?
৩। পরম শূন্য তাপমাত্রা বলতে কী বুঝায়?
৪। মৌলিক দূরত্ব বা ব্যবধান কী?
৫। তাপমাত্রা পরিমাপের জন্য কয়টি স্কেল ব্যবহার করা হয়?
৬। আপেক্ষিক তাপ কাকে বলে? পানির আপেক্ষিক তাপ 4200 Jkg^-1 বলতে কী বুঝায়?
৭। সুপ্ততাপ কাকে বলে? সুপ্ততাপ কত প্রকার ও কী কী? বরফ গলনের সুপ্ততাপ 2100 Jkg^-1K^-1 এর অর্থ কী?
৮। সিজিএস পদ্ধতিতে তাপের একক কী? বা এক ক্যালরি তাপ কাকে বলে?
৯। পানিসম কাকে বলে?
১০। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কাকে বলে? পানির ত্রৈধবিন্দু কাকে বলে?
১১। দৈর্ঘ্য প্রসারাঙ্ক বা প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?
লোহার দৈর্ঘ্য প্রসারাঙ্ক α =0.000012/°K বলতে কী বুঝায়? অথবা লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000012/°C বলতে কী বুঝ?
১২। তাপ পরিবহন গুণাঙ্ক/ পরিবহনাঙ্ক কাকে বলে? একক কী?
১৩। তাপ পরিবাহিতা কাকে বলে? তাপ সঞ্চালন কাকে বলে? তাপ বিকিরণ প্রক্রিয়া সাধারণত কোন মাধ্যমে সংঘটিত হয়?
১৪। আদর্শ কৃষ্ণ বলতে কী বুঝায়? নিউটনের শীতলীকরণ সূত্রটি লেখ।
১৫। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত কর। অথবা জুলের সূত্রটি লিখ। জুলের সূত্রের গাণিতিক রূপ কী?
১৬। তাপের যান্ত্রিক সমতা কী বা কাকে বলে? যান্ত্রিক সমতার একক লেখ।
১৭। ইঞ্জিনের তাপীয় দক্ষতা 70% বলতে কী বুঝায়?
১৮। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে কী বুঝ?
১৯। তাপগতি বিদ্যার ২য় সূত্রটি লেখ বা বিবৃত কর।
২০। এনট্রটি কাকে বলে?
২১। তাপ ইঞ্জিনের দক্ষতা বলতে কী বুঝ? তাপ ইঞ্জিনের মূলতত্ত্ব কী? বা তাপ ইঞ্জিনের মূলনীতি কী?
২২। অন্তর্দহন ও বহির্দহন ইঞ্জিন কাকে বলে?
২৩। আধান কাকে বলে? পৃথিবীর আধান কত?
২৪। কুলম্বের সংজ্ঞা দাও। 40 কুলম্ব বলতে আমরা কী বুঝি?
২৫। তড়িৎক্ষেত্র কাকে বলে? তড়িৎ পাবল্য কী? তড়িৎ তীব্রতার একক কী?
২৬। বিভবের সংজ্ঞা দাও। তড়িৎ বিভব কাকে বলে? এসআই পদ্ধতিতে বিভবের একক কী?
কোনো বিন্দুর বিভব 25 ভোল্ট বলতে কী বুঝায়?
২৭। বিভব পার্থক্য কাকে বলে?
২৮। ধারক কাকে বলে? ধারকের ধারকত্ব কী? ফ্যারাডের সংজ্ঞা দাও।
২৯। চৌম্বকক্ষেত্র কাকে বলে? একক কী?
৩০। চৌম্বক তীব্রতা কাকে বলে? একক কী?
৩১। বিচ্যুতির সংজ্ঞা দাও। ঢাকার বিচ্যুতি ১/২ ডিগ্রি পূর্ব বলতে কী বোঝায়?
৩২। বিনতি কাকে বলে? ঢাকার বিনতি 31 ডিগ্রি নিউটন বলতে কী বুঝায়?
৩৩। ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক ও ফেরোচৌম্বক পদার্থ কাকে বলে?
৩৪। কুরী তাপমাত্রা কাকে বলে? লোহার কুরী তাপমাত্রা কত?
৩৫। প্রতিবিম্ব কাকে বলে? অথবা প্রতিবিম্ব কী? কত প্রকার ও কী কী?
৩৬। দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে?
৩৭। রৈখিক বিবর্ধন বলতে কী বোঝায়? অথবা রৈখিক বিবর্ধন কাকে বলে?
৩৮। দর্পণ কাকে বলে? দর্পণের প্রধান ফোকাস কাকে বলে?
৩৯। আলোর প্রতিফলন কাকে বলে? কত প্রকার ও কী কী? প্রতিফলনের সূত্রগুলো লেখ।
৪০। আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিসরণের প্রথম সূত্র কী?
৪১। সংকট কোণ কাকে বলে? হীরকের সংকন কোন 24 ডিগ্রী বলতে কী বুঝায়?
৪২। স্নেল এর সূত্র কী?
৪৩। কাচের পরম পতিসরাংক 1.5 বলতে কী বুঝ?
৪৪। পূর্ণ অভ্যান্তরীণ প্রতিফলন কাকে বলে?
৪৫। লেন্সের ক্ষমতা কাকে বলে? একক কী? লেন্স কাকে বলে?
৪৬। তড়িৎচৌম্বক তরঙ্গ কাকে বলে?
৪৭। তড়িৎচৌম্বক বর্ণালী কাকে বলে?
৪৮। ব্যাতিচার, অপবর্তন ও সমবর্তন কাকে বলে?
৪৯। দৃশ্যমান বর্ণালী কাকে বলে?
৫০। পরমাণুর মূল কণিকা কয়টি ও কী কী?
৫১। থমসনের পরমাণু মডেলের নাম কী? লাইম্যান সিরিজ কাকে বলে?
৫২। তেজস্ক্রিয়তা কী?
৫৩। অর্ধায়ু কী? গড় আয়ু কী?
৫৪। নিউক্লীয় ফিশন কী?
৫৫। বেকরেল কাকে বলে?
৫৬। গ্যালিলীয় রূপান্ত কী?
৫৭। আদর্শ কৃঞ্চবস্তুর উত্তম উদাহরণ কী?
৫৮। লরেঞ্জ রূপান্তর কী?
৫৯। আপেক্ষিকতা কী? আপেক্ষিক তত্ত্ব কী ?
৬০। আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক লেখ।
Physics 2 sonkhipto Super Suggestions
১। তাপ ও তাপমাত্রার পার্থক্য লেখ।
২। তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন কর।
৩। পানিসম কাকে বলে? পদার্থের তাপধারণ ক্ষমতা ও পানিসম এর মাঝে সম্পর্ক স্থাপন কর।
৪। ক্যালরিমিতির মূলনীতি বর্ণনা কর।
৫। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারাঙ্ক ও আয়তন প্রসারাঙ্কের সম্পর্ক নির্ণয় কর।
৬। তাপ পরিবাহিতা কাকে বলে? কোনো পদার্থে তাপের পরিমাণ নির্ণয় কর।
অথবা দেখাও যে, Q = KA (θ1-θ2)t/d (যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)
৭। বিভিন্ন পদ্ধতিতে তাপের সঞ্চালনের পার্থক্য দেখাও। অথবা পরিবহন, পরিচলন ও বিকিরণের মাঝে পার্থক্য লেখ।
৮। পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে।
৯। সবুজ ঘর বলতে কী বুঝায়? অথবা গ্রীন হাউজ ইফেক্ট ব্যাখ্যা কর।
১০। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃতপূর্বক ব্যাখ্যা কর। অথবা যান্ত্রিক সমতার সংজ্ঞা দাও।
তাপগতিবিদ্যার ১ম সূত্র থেকে যান্ত্রিক সমতার ব্যাখ্যা দাও।
১১। তাপের ক্যালরিক মতবাদ কী? ক্যালরিক মতবাদের সীমাবদ্ধতাগুলো বর্ণনা কর।
১২। ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলতে কী বুঝায়?
১৩। এনট্রপি কী? দেখাও যে, পৃথিবীর এনট্রপি ধনাত্নক। অথবা এনট্রপির তাৎপর্য লেখ বা আলোচনা কর। ১৪। অন্তর্দাহ ও বহির্দাহ ইঞ্জিনের মাঝে পার্থক্য লেখ।
১৫। কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।
১৬। ধারক কী? ধারকের ক্রিয়াকৌশল ব্যাখ্যা কর।
১৭। পৃথিবীর চৌম্বকত্ব ব্যাখ্যা কর।
১৮। চৌম্বকক্ষেত্র বলতে কী বোঝায়?
১৯। চৌম্বক প্রাবল্য বলতে কী বুঝায়?
২০। ডায়াচৌম্বক, প্যারাচৌম্বক ও ফেরোচৌম্বক পদার্থের মধ্যে তুলনা কর।
২১। অবদল দর্পণের ক্ষেত্রে দেখাও যে f = r/2 (এখানে f এবং r প্রচলিত অর্থ বহন করে) অথবা অবতল দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মাঝে সম্পর্ক স্থাপন কর।
২২। আলোর প্রতিবিম্ব কাকে বলে? বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্য দেখাও।
২৩। আলোর প্রতিফলনের সূত্রগুলো বিবৃত ও ব্যাখ্যা কর।
২৪। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ কর যে, r = 2f বা f = r/2
২৫। আলোর প্রতিসরণের সূত্র দুটি লিখে ব্যাখ্যা কর।
২৬। চিত্র ও শর্তসহ পূর্ণ অভ্যান্তরীণ প্রতিফলের বর্ণনা দাও।
২৭। সংকট কোণ ও প্রতিসরাংকের মধ্যে সম্পর্ক বের কর।
২৮। পরম প্রতিসরাংক ও আপেক্ষিক প্রতিসরাংকের মধ্যে পার্থক্য দেখাও।
২৯। লেন্স কী? এর প্রকারভেদ আলোচনা কর। লেন্সের সাধারণ সমীকরণ প্রতিপাদন কর।
৩০। দৃশ্যমান বর্ণালী তরঙ্গদৈর্ঘ্য ব্যাখ্যা কর।
৩১। আলোকবর্ষ বলতে কী বুঝায়?
৩২। হাইগেনসের নীতি বিবৃত ও ব্যাখ্যা কর।
৩৩। তড়িৎচৌম্বক বর্ণালী আলোচনা কর।
৩৪। পরমাণুর গঠন বর্ণনা কর। রাদারফোর্ড এর পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো বর্ণনা কর।
৩৫। শক্তিস্তর কী? ব্যাখ্যা কর। বোর পরমাণু মডেলের স্বীকার্যসমূহ ও সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর।
৩৬। অর্ধাযু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক স্থাপন কর।
৩৭। তেজস্ক্রিয়তার ব্যবহার ও বৈশিষ্ট্যগুলো লেখ।
৩৮। বিশেষ আপেক্ষিক তত্ত্বের স্বীকার্যসমূহ আলোচনা কর।
৩৯। প্রসঙ্গ কাঠামো বলেতে কী বুঝায়?
Physics 2 Rochonamulok Super Suggestions
১। চিত্রসহ একটি পারদ/ডাক্তারি থার্মোমিটারের প্রস্তুতপ্রণালি/গঠনপ্রণালি বর্ণনা কর। থার্মোমিটারে পারদ ব্যবহারে সুবিধাগুলো লেখ।
২। প্রমাণ কর যে, β = 2 α অথবা দেখাও যে, ক্ষেত্র প্রসারাঙ্ক দৈর্ঘ্য প্রসারাঙ্কের দ্বিগুণ। অথবা প্রমাণ কর যে, α = β/2 (এখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে)
৩। দেখাও যে PVγ = ধ্রুবক। (যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)
অথবা প্রমাণ কর যে, রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রমাণ কর যে, PVγ = ধ্রুবক। (প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)
অথবা রুদ্ধতাপীয় পরিবর্তনে গ্যাসের আয়তন ও চাপের মাঝে সম্পর্ক স্থাপন কর।
৪। আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ কর যে, Cp – Cv = R (এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে)
৫। প্রত্যাগামী ও অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন ব্যাখ্যা কর।
৬। অবতল দর্পণের ক্ষেত্রে দেখাও যে, 1/u +1/v = 1/f এখানে u, v এবং f প্রচলিত অর্থ বহন করে। (আসবেই)
৭। চিত্রসহ বাস্তব ও অবাস্তব প্রতিবিম্বের বর্ণনা দাও।
৮। ফোকাস দূরত্ব ও বক্রতার ব্যাসার্ধের মাঝে সম্পর্ক স্থাপন কর।
৯। ন্যুনতম বিচ্যতি কাকে বলে? ন্যুনতম বিচ্যুতির শর্তগুলো কী কী? ন্যুনতম বিচ্যুতির রাশিমালা প্রতিপাদন কর। প্রিজম পদার্থের প্রতিসরাংক ও ন্যুনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক স্থাপন কর। (আসবেই)
১০। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র প্রতিপাদন কর। (আসবেই)
১১। আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ প্রতিষ্ঠা কর। E = mc^2
Besides Polytechnic Physics 2 Suggestions like Civil, Electrical, Mechanical, Computer, Electronics, RAC, Food, Electromedical, Automobile, Power and others 2nd semester suggestions click here or call us at 01723-474442.
We are in YouTube: https://www.youtube.com/papeleducare