অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। বলের মোমেন্ট বলতে কী বুঝায়? ধনত্মক ও ঋনত্মক মোমেন্ট বলতে কী বুঝায়?
২। ভেরিগনের উপপাদ্যটি লেখ। অথবা, বলের মোমেন্টের সূত্রটি লেখ।
৩। ফালক্রাম কী? লিভারেজ কী? লিভারের যান্ত্রিক সুবিধা কী?
৪। যুগল বা জোড় কী?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। ভেরিগনের সূত্র দ্বারা প্রমাণ কর যে, বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল, লব্ধির বলের মোমেন্টের সমান।
২। যুগল বা জোড়ের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো লেখ।
৩। সদৃশ বলসমূহের লব্ধি নির্ণয় পদ্ধতি বিত্রসহ বর্ণনা কর বা প্রতিপাদন কর।
৪। সরল লিভার ও যৌগিক লিভারের মাঝে পার্থক্য চিত্রসহ বর্ণনা কর।
রচনামূলক প্রশ্ন
১। নিম্নের চিত্রের সমান্তরাল বিমের উপর লোডের পরিমাণ ও অবস্থান দেখানো আছে। সাপোর্টদ্বয়ের প্রতিক্রিয়া বল নির্ণয় কর।