অনুশীলনী ১
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। পীড়ন ও বিকৃতি বলতে কী বুঝায়?
২। পীড়ন কত প্রকার ও কী কী?
৩। শিয়ার বিকৃতি বলতে কী বুঝায়?
৪। পীড়ন এর এককসমূহ লেখ।
৫। কার্যকরী পীড়ন বলতে কী বুঝায়? ডিজাইন পীড়ন বলতে কী বুঝায়?
৬। নিরাপত্তা সহগ বলতে কী বুঝায়?
৭। ছক এর সূত্র লেখ।
৮। স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে কী বুঝায়?
৯। স্থিতিস্থাপক সীমা বলতে কী বুঝায়?
১০। পয়সনের অনুপাত বলতে কী বুঝায়?
১১। ইয়ংস মডুলাস ও শিয়ার মডুলাসের মধ্যে সম্পর্ক দেখাও।
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। প্রমাণ কর যে, X=PL/AE । (যেখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে)
২। হুক এর সূত্র ব্যাখ্যা কর।
রচনামূলক প্রশ্নাবলি
১। যৌগিক দন্ডের পীড়ন বিশ্লেষণ কীভাবে করা হয়- ব্যাখ্যা কর।
২। তামা ও ইস্পাত দিয়ে নির্মিত যৌগিক দন্ডের পীড়ন নির্ণয়ের সূত্রটি প্রতিপাদন কর।