Course Content
এসি মেশিন – ১
0/16
ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অব ইলেকট্রিক্যাল পাওয়ার (26764)
0/1
Diploma In Electrical Engineering (6th semester)
About Lesson

প্রথম অধ্যায় ।। ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালি

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১। বুখলজ রিলে ট্রান্সফরমারের কোন ত্রুটিতে সংকেত দেয়?

২। ট্রান্সফরমারে ব্যবহৃত সিলিকা জেলের কাজ কী?

৩। ট্রান্সফরমারের ব্রিদার এর কাজ কী?

৪। ট্রান্সফরমার, কোরের গঠন হিসেবে কত প্রকার ও কী কী?

৫। সিটি এবং পিটি কী?

৬। শেল টাইপ ট্রান্সফরমারের ২টি সুবিধা লেখ।

৭। ট্রান্সফরমারে ব্যবহৃত তেলের কাজ কী?

৮। ট্রান্সফরমারের স্লাজিং কী?

৯। ট্রান্সফরমার তেলের চারটি গুণাবলি লেখ।

সংক্ষিপ্ত প্রশ্নাবলি

১। কোর টাইপ এবং শেল টাইপ ট্রান্সফরমারের মধ্যে তুলনা কর। (আসবেই)

২। ট্রান্সফরমার অ্যাকশন বলতে কী বুঝায়?

৩। ট্রান্সফরমারের তেলের প্রধান প্রধান ৮টি গুণাগুণ লেখ।

রচনামূলক প্রশ্নাবলি

১। একটি ট্রান্সফরমার নিজ কার্যসম্পাদনের সময় কী কী কাজ বা শর্ত পালন করে থাকে? ট্রান্সফরমারের কার্যপ্রণালি চিত্র সহকারে

     বর্ণনা কর। গঠন হিসেবে ট্রান্সফরমারকে কত ভাগে ভাগ করা যায়? যে কোনো এক প্রকারের বর্ণনা দাও। 

Join the conversation
0% Complete
error: Content is protected !!