About Lesson
সিভিল ও সিভিল বিশেষায়িত টেকনোলজিসমূহের ৪র্থ পর্বের কোর্সে আজকের ক্লাসে আমরা দেখব সার্ভেয়িং ২ এর অধ্যায় ১১ ট্রাভার্স সার্ভের নীয়মনীতি। মূলত এটি আমাদের বেসিক ক্লাস এবং একই সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান ক্লাস। অন্যান্য লেসনে প্রতিটি অধ্যায় এর প্রাথমিক আলোচনা, গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান, গাণিতিক সমস্যাবলি সমাধান করে তারপর লেসন ভিত্তিক সাজেশন (উত্তরসহ) পেয়ে যাবেন। ক্লাস সম্পর্কিত যেকোনো সহায়তার জন্য প্রাইভেট গ্রুপের মাধ্যমে নক দিন।
Join the conversation