About Lesson
অষ্টম অধ্যায়
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। ডিপটিং কাকে বলে?
২। ছাদের উপযোগী ৫টি বাহারি গাছের নাম লেখ।
৩। স্নেক প্ল্যান্টের বংশবিস্তার কীভাবে করা হয়?
৪। ডাইফেনবেকিয়ার বংশবিস্তার কীভাবে করা হয়?
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। ডিপটিংয়ের উদ্দেশ্য লেখ।
২। রিপটিংয়ের উদ্দেশ্য লেখ।
৩। টবের মাটি কীভাবে ভরাট করতে হবে?
৪। ছাদ বাগানের উপযোগী ১৫টি ফুলের নাম লেখ।
৫। ক্যাকটাসের বংশবিস্তার পদ্ধতি লেখ।
৬। স্পাইডার প্ল্যান্ট ও স্নেক প্লান্টের ২টি করে সুবিধা লেখ।
রচনামূলক প্রশ্নাবলি
১। পটিং, ডিপটিং ও রিপটিং বর্ণনা কর।
২। ক্যাকটাসের বংশবিস্তার, রোপণ পদ্ধতি ও আন্তঃপরিচর্যা বর্ণনা কর।
Join the conversation