About Lesson
ডিপ্লোমা ৩য় পর্বের গণিত ৩ অধ্যায় ১ ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এটি প্রাথমিক আলোচনা। যেখানে অন্যান্য অধ্যায়গুলোও একইভাবে শুরু হবে। অর্থাৎ প্রথমে প্রাথমিক ধারণা নিয়ে তারপর গাণিতিক সমস্যাবলি সমাধান করা হবে। এবং প্রতিটি অধ্যায় এর শেষের দিকের লেসনগুলোতে সুপার সাজেশন সমাধান দেওয়া থাকবে। এবং গণিত ৩ এর সকল অধ্যায় এর শেষে চূড়ান্ত সুপার সাজেশন এর পিডিএফ ফাইল এবং ভিডিও লেকচার এর মাধ্যমে সমাধান দেওয়া থাকবে। ক্লাস ও অন্যান্য যেকোনো বিষয় নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে এই লেসনের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন।
Join the conversation
Ma Sha Allah khub vlo bujasse
Reply
Nice clasd
Reply
I am satisfied Enrolle this course
This course Help easy learning and
All problem solution also give us better suggestion
Reply