পদার্থ বিজ্ঞান ২ অধ্যায় ২ পদার্থের উপর তাপের প্রভাব থেকে গুরুত্বপূর্ন একটি রচনামূলক প্রশ্ন সমাধান নিয়ে আজকের ক্লাস। এই প্রশ্নটি পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে। যেভাবেই আসুক উত্তর কিন্তু একই।
* বিভিন্ন প্রকার প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দেখাও যে, 6α = 3β = 2γ; এখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। অথবা কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক স্থাপন কর। অথবা তিন ধরনের প্রসারণ গুণাঙ্কের মাঝে সম্পর্ক স্থাপন কর। অথবা কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসরাঙ্কের মাঝে সম্পর্ক স্থাপন কর। অথবা দৈর্ঘ্য প্রসারাঙ্ক, ক্ষেত্র প্রসারাঙ্ক ও আয়তন প্রসারাঙ্ক এর মাঝে সম্পর্ক স্থাপন কর। অথবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের মাঝে গাণিতিক সম্পর্ক প্রতিষ্ঠা কর।