দ্বিতীয় অধ্যায় ।। ট্রান্সমিশন সিস্টেমের বিভিন্ন দৃষ্টিভঙ্গি
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। সিস্টেম লস কাকে বলে? কারিগরি এবং অকারিগরি সিস্টেম লস কী কী?
২। কী কী পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর উন্নত করা যায়?
৩। কেলভিনের মিতব্যয়ী সূত্রটি লেখ।
সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১। সিস্টেম লসের কারণসমূহ লেখ।
২। পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে কী হয়?
৩। সিস্টেম লস কমানোর উপায়গুলো লেখ।
৪। সর্বোচ্চ সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টর সূত্রটি লেখ।
৫। কেলভিনের অর্থনৈতিক সূত্রের সীমাবদ্ধতাগুলো লেখ।
রচনামূলক প্রশ্নাবলি
১। চিত্রসহ কেলভিনের সূত্র ব্যাখ্যা কর। সমীকরণের সাহায্যে সর্বোত্তম অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর নির্ণয় কর। (আসবেই)
গাণিতিক প্রশ্নাবলি
১। একটি ওভারহেড লাইনের প্রতি কিমি এর প্রাথমিক খরচ= 25000A টাকা। (A= বর্গসেন্টিমিটারে লাইন তারের প্রস্থচ্ছেদ) এবং লাইনের বাৎসরিক সুদ ও ডিপ্রিসিয়েশন ১০%। প্রতি ইউনিটের বিদ্যুৎ খরচ ৪০ পয়সা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গমিটার তারের প্রস্থচ্ছেদের রেজিস্ট্যান্স 0.15™। যদি বৎসরে ফুল লোড কারেন্টের ৬০% প্রবাহিত হয়, তবে লাইন তারের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি কত হবে?
বা, একটি তিন ফেজ ওভারহেড লাইনের প্রতি কিলোমিটারের প্রাথমিক খরচ 200a টাকা। (a= বর্গসেমি-এ লাইন তারের প্রস্থচ্ছেদ) লাইনের বার্ষিক সুদ ও অবচয় ১০%, প্রতি ইউনিট এনার্জির দাম ৫ টাকা এবং প্রতি কিমি দৈর্ঘ্যে প্রতি বর্গমিটার তারের প্রস্থচ্ছেদের রোধ ০.১৪ ওহম। যদি বছরে ফুল লোড কারেন্টের ৬০% প্রবাহিত হয়, তাহলে লাইন তারের জন্য সর্বোচ্চ অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি বের কর।
বা, একটি দুই তার ওভারহেড লাইনের প্রাথমিক খরচ 6000A (A=বর্গসেন্টিমিটার লাইন তারের প্রস্থচ্ছেদ) এবং লাইনের বার্ষিক সুদ ও অবচয় ১০%। প্রতি একক বিদ্যুৎ খরচ ৪.০০ টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গসেন্টিমিটারে তারের প্রস্থচ্ছেদের রোধ ০.১৮ ওহম। যদি বার্ষিক ফুল লোড কারেন্টের ৬০% প্রবাহিত হয়, তবে লাইন তারের অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি কত?
বা, একটি ওভারহেড লাইনের প্রাথমিক খরচ 2000A (A বর্গ সেমি এ লাইন তারের প্রস্থচ্ছেদ)। লাইনের বার্ষিক সুদ অবচয় ৪%। প্রতি একক বিদ্যুৎ খরচ ৫ টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গসেমি তারের প্রস্থচ্ছেদের রেজিস্ট্যান্স ০.১৪ ওহম। যদি ফুল লোড কারেন্ট বছরে ৬০% ধরে প্রবাহিত হয়, তাহলে লাইন তারের জন্য অর্থনৈতিক কারেন্ট ডেনসিটি নির্ণয় কর। (ওভারহেড লাইনটি দু’তার ডিসি বিবেচনা করতে হবে।)
২। কোনো শিল্পকারখানায় 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এ 1200kW পাওয়ার সরবরাহ হচ্ছে। এখন ঐ শিল্পকারখানায় সরবরাহের পাওয়ার ফ্যাক্টরের মান এককে উন্নীত করতে হলে কত kVAR সিনক্রোনাস কনডেনসার লিডিং এ সংযোগ করতে হবে?
বা, 200kW, 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে লোডের সাথে সমান্তরালে একটি সিনক্রোনাস মোটর যুক্ত আছে, যা 60kW শক্তি গ্রহণ করে। এ অবস্থায় সামগ্রিক লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.9 ল্যাগিং হয়, তাহলে মোটর কর্তৃক সরবরাহকৃত লিডিং পাওয়ার kVAR-এর মন কত? মোটরটি কত পাওয়ার ফ্যাক্টরে চলছে?
বা, তিন ফেজ, 50 হার্টজ, 400 ভোল্ট সরবরাহ লাইনের একটি কারখানা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 200kW পাওয়ার গ্রহণ করে। স্টারে সংযুক্ত স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যাংক দিয়ে ঐ কারখানার পাওয়ার ফ্যাক্টর এককে উন্নীত করতে হলে কত মানের ক্যাপাসিটর প্রয়োজন?