Course Content
Mathematics-III (25931)
0/63
Physics -II (25922)
0/46
Application Development Using Python (28531)
0/26
Digital Electronics-I (26831)
0/20
Chemistry (25913)
0/44
Diploma in CST (3rd semester) Online course
About Lesson

অতি সংক্ষিপ্ত

১। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার কী?

২। সুপার কম্পিউটার কী? দুটি নাম লেখ।

৩। মেইনফ্রেম কম্পিউটার কী? দুটি নাম লেখ।

৪। মিনি কম্পিউটার কাকে বলে?

৫। আইবিএম কী?

সংক্ষিপ্ত

১। নেটবুক ও নোটবুকের মধ্যে পার্থক্য লেখ। 

২। সার্ভার ও ওয়ার্কস্টেশনের মধ্যে পার্থক্য লেখ। 

৩। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার এর মধ্যে পার্থক্য লেখ। 

 

রচনামূলক

১। কম্পিউটারের শ্রেণিবিভাগ বর্ণনা দাও। 

 

অতি সংক্ষিপ্ত

১। কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে কয় ভাগে ভাগ করা যায়? অ্যানালগ- কম্পিউটার কাকে বলে? ডিজিটাল

     কম্পিউটার কী?

উত্তরঃ কাজ করার প্রক্রিয়া অনুযায়ী কম্পিউটারকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়; যথা-

  • অ্যানালগ কম্পিউটার
  • ডিজিটাল কম্পিউটার
  • হাইব্রিড কম্পিউটার

       অ্যানালগ কম্পিউটার হলো এমন কম্পিউটার যা কোনো কম্পিউটিং সমস্যাকে ভৌত বৈশিষ্ট্য যেমন ইলেকট্রিক, যান্ত্রিক বা

       হাইড্রলিক- এর ভৌত এবং চলমান পরিমাপে মডেল হিসেবে রূপ দেয়া হয়।

 

       যে সকল কম্পিউটার বাইনারি পদ্ধতিতে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ক্রিয়া সম্পন্ন করে, সেসব কম্পিউটারকে ডিজিটাল

       কম্পিউটার বলা হয়। মাইক্রোকম্পিউটার, মিনি কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার হচ্ছে ডিজিটাল

       কম্পিউটারের উদাহরণ।

২। সুপার কম্পিউটার কী? দুটি সুপার কম্পিউটারের নাম লেখ।

উত্তরঃ যে কম্পিউটার আকৃতির দিক দিয়ে সর্ব বৃহৎ, বিশাল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায় এবং অত্যন্ত দ্রুতগতিতে কার্য

        সম্পাদন করা যায়, তাকে সুপার কম্পিউটার বলে।

দুটি সুপার কম্পিউটারের নাম হলো- ক. সামিট সুপার কম্পিউটার, খ. সিয়েরা সুপার কম্পিউটার।

৩। মেইন ফ্রেম কম্পিউটার কী?

উত্তরঃ সুপার কম্পিউটারের চেয়ে আকারে ছোট কম্পিউটারকে বলা হয় মেইনফ্রেম কম্পিউটার।

৪। ল্যাপটপ কী?

উত্তরঃ ল্যাপ বা কোলের উপর স্থাপন করা যায়, এমন ছোট আকারের কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়।

৫। নেটবুক কী?

উত্তরঃ নেটবুক কম্পিউটার সাধারণত ল্যাপটপ কম্পিউটারের চেয়ে আকারে ছোট এবং ওজন কম হয়, সহজে বহনযোগ্য,

       দেখতে অনেকটা নোটবুকের মতো বিধায় এ নামকরণ করা হয়েছে।

৬। ওয়ার্কস্টেশন কম্পিউটার কাকে বলে?

উত্তরঃ পার্সোনাল কম্পিউটারের চেয়ে শক্তিশালী কম্পিউটার হলো ওয়ার্কস্টেশন কম্পিউটার। এ ধরনের কম্পিউটারের প্রসেসর

       ও অন্যান্য হার্ডওয়্যার অত্যন্ত ক্ষমতাসম্পন্ন হয়। অনেক বড় জটিল গাণিতিক সমস্যা দ্রুত ও সূক্ষ্ণভাবে সমাধানের জন্য ইমেজ প্রসেসিং ও বিশ্লেষণের কাজ এ ধরনের কম্পিউটারে করা যায়।

৭। আইবিএম কী?

উত্তরঃ আইবিএম একটি আমেরিকান বহুজাতিক পরামর্শ এবং প্রযুক্তি কোম্পানি। এর সদর দপ্তর আর্মনক, নিউ ইয়র্ক, মার্কিন

         যুক্তরাষ্ট্রে অবস্থিত।

সংক্ষিপ্ত

১। কম্পিউটারের শ্রেণিবিভাগের ছকটি অঙ্কন কর।

উত্তরঃ কম্পিউটার শ্রেণিবিভাগের ছকটি হলো-

                           

২। ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

উত্তরঃ ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যঃ-

  1. ডিজিটাল কম্পিউটারের স্টোরেজ ক্ষমতা অনেক বেশি এবং প্রচুর ডাটা স্টোর করে রাখা সম্ভব।
  2. এই কম্পিউটারের স্পিড অনেক বেশি। খুব দ্রুত ব্যবহারকারীকে আউটপুট প্রদান করতে পারে।
  • ডিজিটাল কম্পিউটারে মাল্টিটাস্কিং কাজ করা সম্ভব।
  1. ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা বেশ সহজ।
  2. নির্ভুলভাবে কাজ করা যায়।
  3. এই কম্পিউটারের সাহায্যে Human interface ছাড়া মাল্টিটাস্কিং কাজ করা যায়।
  • ডিজিটাল কম্পিউটার বাইনারি সংখ্যা ০ এবং ১ সংখ্যার উপর ভিত্তি করে কাজ করে।

৩। নেটবুক ও নোটবুকের মধ্যে পার্থক্য লেখ।

উত্তরঃ নোটবুক ও নেটবুকের মধ্যে পার্থক্য নিম্নরুপঃ-

  

নোটবুক

নেটবুক

প্রসেসর উচ্চ ক্ষমতাসম্পন্ন।

তুলনামূলক ভাবে প্রসেসর কম ক্ষমাতাসম্পন্ন।

ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলকভাবে কম।

ব্যাটারির জীবনকাল ও ব্যাকআপ সময় তুলনামূলক ভাবে বেশি।

তুলনামূলক ভাবে বেশি বিদ্যুৎ খরচ হয়।

তুলনামূলক ভাবে কম বিদ্যুৎ খরচ হয়।

মনিটর ও কী-বোর্ড পূর্ণ আকারের হয়ে থাকে।

মনিটর ও কী-বোর্ড অপেক্ষাকৃত ছোট।

দাম তুলনামূলক বেশি।

দাম তুলনামূলক কম।

নোটবুক দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হয়।

নেটবুক অল্প সময়ের জন্য স্থায়ী হয়।

 

৪। সার্ভার ও ওয়ার্কস্টেশনের মধ্যে পার্থক্য লেখ।

উত্তরঃ সার্ভার এবং ওয়ার্কস্টেশন মধ্যে পার্থক্য-

  

সার্ভার

ওয়ার্কস্টেশন

একটি সার্ভার হলো হার্ডওয়্যার বা সফটওয়্যার, যা এটির সাথে যুক্ত অন্যান্য কম্পিউটারের অনুরোধ পূরণ করতে ব্যবহৃত হয়।

ওয়ার্কস্টেশন একটি নির্দিষ্ট ট্যাস্কের জন্য ব্যবহৃত উচ্চ কর্ম ক্ষমতাসম্পন্ন একটি কম্পিউটার, যা একটি ওয়ার্কস্টেশন হার্ডওয়্যার এবং সফটওয়্যার একটি কর্মের একেক ধরনের সেরা পারফরম্যান্স প্রদান করার জন্য ডিজাইন করা হয়।

সার্ভার নেটওয়ার্কিং সিস্টেমের একটিপ কেন্দ্রীয় উপাদান, যেখানে এটি নেটওয়ার্কগুলোর মধ্যে পরিষেবার অনুরোধগুলো সম্পন্ন করে।

ওয়ার্কস্টেশনগুলো  নেটওয়ার্ক বা স্বতন্ত্র সিস্টেমগুলোর সাথে সংযুক্ত হতে পারে।

সার্ভারগুলোর জন্য পৃথক ইনপুট/আউটপুট ডিভাইসগুলোর প্রয়োজন নেই।

ওয়ার্কস্টেশন গুলোতে ব্যাক্তিগত ইনপুট/আউটপুট ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস এবং ভিডিও ইন্টারফেস রয়েছে।

সার্ভার গুলোতে GUI এর প্রয়োজন নেই।

ওয়ার্কস্টেশনগুলোতে GUI আছে।

 

৫। আইবি এম ও অ্যাপল কম্পিউটারের মধ্যে পার্থক্য লেখ।

উত্তরঃ আইবিএম ও অ্যাপল কম্পিউটারের মাঝে পার্থক্য সমূহ নিম্নরূপ-

আইবিএম

অ্যাপল

এই কম্পিউটারগুলো GUI, CUI উভয় প্রোগ্রামই ব্যবহার করে।

এই কম্পিউটারগুলো শুধুমাত্র GUI প্রোগ্রাম ব্যবহার করে।

মাউস এই কম্পিউটারের জন্য ঐচ্ছিক।

এই কম্পিউটারে মাউস বাধ্যতামূলক।

IBM কোম্পানি, USA দ্বারা নির্মিত হয়।

Apple কর্পোরেশন USA দ্বারা নির্মিত হয়।

অ্যাপল কম্পিউটারের চেয়ে সস্তা।

আইবিএম কম্পিউটারের চেয়ে ব্যায়বহুল।

 

রচনামূলক

১। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য লিখ।

২। সুপার, মেইনফ্রেম, মিনি ও মাইক্রো কম্পিউটারের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখ।

Join the conversation
0% Complete
error: Content is protected !!