অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
০১। কী বাউন্স কাকে বলে?
উত্তর: কী-বোর্ডের কোনো কী’কে প্রেস করা হলে এটি মিলিসেকেন্ডের জন্য লাফালাফি করতে থাকে। তখন ঐ কী’র Actual Contact পাওয়ার আগেই কয়েকবার Contact পেয়ে যায়। কী-বোর্ডের এ অবস্থাকে Key-Bounce বলে।
০২। কী ডিবাউন্স কাকে বলে?
উত্তর: কী-বোর্ড থেকে সঠিক রিডিং পাওয়ার জন্য অর্থ্যাৎ কী-সুইচ থেকে সঠিক কী প্রেসিং সিগন্যাল উৎপন্ন করার জন্য কী বাউন্স দূর করার প্রক্রিয়া কে ডিবাউন্স বলে।
০৩। কী-বোর্ড এনকোডার প্রধান কাজ কী?
উত্তর: কী-বোর্ড এনকোডারের প্রধান কাজ হচ্ছে- কী-কোড উৎপন্ন করা।
০৪। কী-বোর্ড স্ক্যানিং বলতে কী বুঝায়?
উত্তর: কী-বোর্ড স্ক্যানিং বলতে কী প্রেস শনাক্তকরণ (Detect) ডিবাউন্স (Debounce) এবং এনকোডিং কার্যকে একত্রে বুঝায়।
০৫। হল-ইফেক্ট কী সুইচ কাকে বলে?
উত্তর: যে ধরনের কী-সুইচ হল-ইফেক্টের কারণে সৃষ্ট হল-ভোল্টেজকে কাজে লাগিয়ে কী-কোড উৎপন্ন করে, তাকে হল-ইফেক্ট কী সুইচ বলে।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
০১। চিত্রসহ মেমব্রেন কী-সুইচ বর্ণনা কর।
উত্তর মেমব্রেনস্ কী- সুইচ (Membrance Key Switch) : প্রকৃতপক্ষে এটি একটি বিশেষ ধরনের কী-সুইচ। এটি প্লাস্টিক (Plastic) অথবা রাবারের স্যান্ডউইচ (Rubber Sandwich) আকৃতির তিনটি স্তর দ্বারা গঠিত। উপরের স্তরে কন্ডাকটিং লাইন (Conducting Line) থাকে, যা প্রতিটি সুইচের জন্য একটি সারি (ROW) বহন করে। মধ্যস্তরে একটি গর্ত থাকে, যা সুইচটিকে উপরে-নিচে ওঠানামা করতে সাহায্য করে। নিচের স্তরের কন্ডাকটিং লাইনটি প্রতিটি সুইচের জন্য একটি কলামবহন করে । প্রতিটি লাইনে সিলভার ধাতুর লেপন থাকে ।
যখন একটি কী চাপ দেয়া হয়, তখন কন্ডাকটিং সারি লাইনটি গর্তের ভিতর দিয়ে কন্ডাকটিং কলাম লাইনের সাথে সংযুক্ত হয়। ফলে কী প্রেসিং সিগন্যাল উৎপন্ন হয় ।
০২। চিত্রসহ হল-ইফেক্ট কী-সুইচ বর্ণনা কর।
উত্তর: চিত্রসহ হল-ইফেক্ট কী-সুইচ বর্ণনা করা হলো-
০৩। কী-সুইচ এর কাম্য গুনাবলী কী কী?
উত্তর: (১) নির্ভরযোগ্য বা অধিক বিশ্বস্ততা (২) শব্দহীন বা কম শব্দ উৎপন্ন হওয়া।
(৩) কী-বাউন্স কম থাকা (৪) অল্প চাপে কাজ করে।
(৫) আকারে ছোট হাওয়া (৬) মেকানিক্যাল অংশ না থাকা।
(৭) পাওয়ার অপচয় কম হওয়া (৮) দ্রুত কাজ করা ইত্যাদি।
০৪। হার্ডওয়্যার কী বাউন্স প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর:
০৫। অপটিক্যাল মাউসের গঠন বর্ণনা কর।
উত্তর:
৬। ওয়্যারলেস মাউসের বৈশিষ্ট্যসমূহ লেখ।
উত্তরঃ ওয়্যারলেস মাউসের বৈশিষ্টাবলি হলো-
(ক) উচ্চগতির (2.4 GHz ISM Band) RF1ink.
(খ) উইন্ডোজ XP, উইন্ডোজ-২০০৭, উইন্ডোজ-২০০৮, উইন্ডোজ-২০০৯ অপারেটিং সিস্টেম উপযোগী।
(গ) 1 MbPS ডাটা রেট ।
(ঘ) কমিউনিকেশন দূরত্ব 2 থেকে 3 মিটার ।
(ঙ) ৪ bit-এর মাইক্রোকন্ট্রোলার ।
(চ) কম্পিউটারের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ক্যাবলের প্রয়োজন হয় না ।
(ছ) আকারে ছোট ও ওজন কম বিধায় সহজে স্থানান্তরযোগ্য।
(জ) দাম বেশি।
রচনামূলক প্রশ্ন
০১। ব্লক ডায়াগ্রামসহ কী-বোর্ড এনকোডারের অপারেশন বর্ণনা কর।
০২। অপটিক্যাল মাউসের গঠন ও কার্যনীতি র্বণনা কর চিত্রসহ।
০৩। ওয়্যারলেস মাউসের গঠন ও কার্যনীতি প্রণালি বর্ণনা কর।