
সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২৩-২৪
সরকারি পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য যে কোন শিক্ষাবোর্ড থেকে এসএসসি/ভোকেশনাল (SSC) / দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য গণিত এবং উচ্চতর গণিতে অবশ্যই জিপিএ ৩.০০ থাকতে হবে। ন্যূনতম জিপি একটি ৩.৫০ থাকতে হবে।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এ পড়ার খরচ
সরকারি পলিটেকনিকে ৪ বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে মাত্র কম বেশি ৫০-৬০ হাজার টাকা।
সরকারি পলিটেকনিক-এর ক্ষেত্রে যে খরচগুলো অত্যাবশ্যকঃ
- প্রতি সেমিস্টারে বই কেনা (নতুন/পুরাতন)-১৫০০-২০০০/৫০০-১০০০)
- জব শীট তৈরিকরণ সেমিস্টার প্রতি -৫০০টাকার মত (কমবেশি হতে পারে)।
- বিভিন্ন সময় কলেজের কাজে বা পড়ালেখার কাজে টুকটাক খরচ আছে।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এর তালিকা:-
বাংলাদেশের সর্বমোট ৪৯ টি সরকারি পলিটেকনিক আছে। পলিটেকনিক ইনস্টিটিউট গুলো বিভিন্ন জেলা শহরে অবস্থিত। নিচে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম এবং সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান সহ নিচে দেয়া হলো।
| ইন্সটিটিউট-এর নাম | অবস্থান |
| ১. ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট | তেজগাঁও শিল্প এলাকা |
| ২. চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট | নাসিরাবাদ |
| ৩. কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট | কোটবাড়ি |
| ৪. বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট | আলেকান্দা |
| ৫. সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট | টেকনিক্যাল রোড, বরইকান্দি |
| ৬. পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট | গাংকোলা |
| ৭. বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট | শেরপুর রোড |
| ৮. রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট | জুম্মাপাড়া |
| ৯. বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট | রাঙ্গামাটি |
| ১০. রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট | সপুরা |
| ১১. ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বায়তুল আমান |
| ১২. খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট | খালিশপুর |
| ১৩. ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট | চড়পাড়া |
| ১৪. দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বালুবাড়ী |
| ১৫. ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট | হাসপাতাল রোড |
| ১৬. যশোর পলিটেকনিক ইনস্টিটিউট | শেখহাটি গ্রাম |
| ১৭. কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট | কুষ্টিয়া সদর |
| ১৮. ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | শেরে বাংলা নগর, আগারগাঁও |
| ১৯. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট | পটুয়াখালী সদর |
| ২০. টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট | দেওলা |
| ২১. গ্রাফিক আর্টস ইনস্টিটিউট | সাত মসজিদ রোড, মোহাম্মদপুর |
| ২২. বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স | ৯৫, শহীদ তাজ উদ্দীন আহমেদ স্মরনী, তেজগাঁও শিল্প এলাকা |
| ২৩. বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট | রাম্মালা |
| ২৪. চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | উওর হালিশহর |
| ২৫. ফেনী কম্পিউটার ইনস্টিটিউট | নতুন রানীরহাট |
| ২৬. কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
| ২৭. নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
| ২৮. ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
| ২৯. সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট | লাবসা |
| ৩০. ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
| ৩১. সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | ফকিরতলা |
| ৩২. ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট | বোরহানউদ্দিন উপজেলা |
| ৩৩. বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট | ঢলুয়া |
| ৩৪. নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট | নরসিংদী সদর |
| ৩৫. মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট | ইটখোলা বাজার |
| ৩৬. খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | খালিশপুর |
| ৩৭. রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | নাওদাপাড়া বাইপাস রোড় |
| ৩৮. চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট | কালিয়াপাড়া-কচুয়া রোড় |
| ৩৯. শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বুড়িরহাট |
| ৪০. ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট | ইসলামপুর |
| ৪১. হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | গোপায়া |
| ৪২. শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট | ভাতশালা |
| ৪৩. কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট | দক্ষিণ মুহুরী পাড়া |
| ৪৪. গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | চন্দ্রদিঘলিয়া |
| ৪৫. লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বাইশমারা |
| ৪৬. মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | মিরকাদিম |
| ৪৭. চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | বারঘরিয়া বাজার |
| ৪৮. কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | করিমগঞ্জ |
| ৪৯. মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট | শমসের নগর রোড, মাথারকাপন |
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ কি মানবিক এর ছাত্র রা
ভর্তি হতে পারবে??
হ্যাঁ পারবে