সরকারি পলিটেকনিক ভর্তির যোগ্যতা ২০২৩-২৪
সরকারি পলিটেকনিক ভর্তি হওয়ার জন্য যে কোন শিক্ষাবোর্ড থেকে এসএসসি/ভোকেশনাল (SSC) / দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য গণিত এবং উচ্চতর গণিতে অবশ্যই জিপিএ ৩.০০ থাকতে হবে। ন্যূনতম জিপি একটি ৩.৫০ থাকতে হবে।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এ পড়ার খরচ
সরকারি পলিটেকনিকে ৪ বছরে আপনার পড়াশোনার খরচ পড়বে মাত্র কম বেশি ৫০-৬০ হাজার টাকা।
সরকারি পলিটেকনিক-এর ক্ষেত্রে যে খরচগুলো অত্যাবশ্যকঃ
- প্রতি সেমিস্টারে বই কেনা (নতুন/পুরাতন)-১৫০০-২০০০/৫০০-১০০০)
- জব শীট তৈরিকরণ সেমিস্টার প্রতি -৫০০টাকার মত (কমবেশি হতে পারে)।
- বিভিন্ন সময় কলেজের কাজে বা পড়ালেখার কাজে টুকটাক খরচ আছে।
সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট-এর তালিকা:-
বাংলাদেশের সর্বমোট ৪৯ টি সরকারি পলিটেকনিক আছে। পলিটেকনিক ইনস্টিটিউট গুলো বিভিন্ন জেলা শহরে অবস্থিত। নিচে সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নাম এবং সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থান সহ নিচে দেয়া হলো।
ইন্সটিটিউট-এর নাম | অবস্থান |
১. ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট | তেজগাঁও শিল্প এলাকা |
২. চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট | নাসিরাবাদ |
৩. কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট | কোটবাড়ি |
৪. বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট | আলেকান্দা |
৫. সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট | টেকনিক্যাল রোড, বরইকান্দি |
৬. পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট | গাংকোলা |
৭. বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট | শেরপুর রোড |
৮. রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট | জুম্মাপাড়া |
৯. বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট | রাঙ্গামাটি |
১০. রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট | সপুরা |
১১. ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বায়তুল আমান |
১২. খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট | খালিশপুর |
১৩. ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট | চড়পাড়া |
১৪. দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বালুবাড়ী |
১৫. ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট | হাসপাতাল রোড |
১৬. যশোর পলিটেকনিক ইনস্টিটিউট | শেখহাটি গ্রাম |
১৭. কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট | কুষ্টিয়া সদর |
১৮. ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | শেরে বাংলা নগর, আগারগাঁও |
১৯. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট | পটুয়াখালী সদর |
২০. টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট | দেওলা |
২১. গ্রাফিক আর্টস ইনস্টিটিউট | সাত মসজিদ রোড, মোহাম্মদপুর |
২২. বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক্স | ৯৫, শহীদ তাজ উদ্দীন আহমেদ স্মরনী, তেজগাঁও শিল্প এলাকা |
২৩. বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট | রাম্মালা |
২৪. চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | উওর হালিশহর |
২৫. ফেনী কম্পিউটার ইনস্টিটিউট | নতুন রানীরহাট |
২৬. কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
২৭. নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
২৮. ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
২৯. সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট | লাবসা |
৩০. ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট | সদর |
৩১. সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | ফকিরতলা |
৩২. ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট | বোরহানউদ্দিন উপজেলা |
৩৩. বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট | ঢলুয়া |
৩৪. নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট | নরসিংদী সদর |
৩৫. মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট | ইটখোলা বাজার |
৩৬. খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | খালিশপুর |
৩৭. রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট | নাওদাপাড়া বাইপাস রোড় |
৩৮. চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট | কালিয়াপাড়া-কচুয়া রোড় |
৩৯. শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বুড়িরহাট |
৪০. ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট | ইসলামপুর |
৪১. হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | গোপায়া |
৪২. শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট | ভাতশালা |
৪৩. কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট | দক্ষিণ মুহুরী পাড়া |
৪৪. গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | চন্দ্রদিঘলিয়া |
৪৫. লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট | বাইশমারা |
৪৬. মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | মিরকাদিম |
৪৭. চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | বারঘরিয়া বাজার |
৪৮. কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট | করিমগঞ্জ |
৪৯. মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট | শমসের নগর রোড, মাথারকাপন |
Leave a comment
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ কি মানবিক এর ছাত্র রা
ভর্তি হতে পারবে??
হ্যাঁ পারবে