বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ১ম সেমিস্টারের জেনারেল টেক্সটাইল প্রসেসিং ১ সাজেশন নিয়ে আলোচনা।
সকল ডিপ্লোমা ১ম পর্বের ছাত্র/ছাত্রীদের জন্য পাপেল এডু কেয়ার আয়োজন করেছে ডিপ্লোমা ১ম পর্ব সুপার সাজেশন ও অনলাইন ক্লাস প্রোগ্রাম। বিস্তারিত দেখুন আমাদের কোর্সসমূহে
জেনারেল টেক্সটাইল প্রসেসিং ১ একটি ফান্ডামেন্টাল বিষয়। এই বিষয় থেকে আজকের সাজেশন থেকে শতভাগ কমন আসবে।
জেলারেল টেক্সটাইল প্রসেসিং ১ সাজেশন কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যার প্রথম ভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, দ্বিতীয় ভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং তৃতীয় বা সর্বশেষ ভাগ রচনামূলক প্রশ্নাবলী।
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মাঝে যা যা আছে দেখা যাক:
১। ফ্লো-চার্ট বলতে কী বুঝ?
২। কম্বর্ড ইয়র্নে কাকে বলে?
৩। মিক্সিং ও ব্লেন্ডিং বলতে কী বুঝ?
৪। ড্রয়িং মেশিনে কি কি কাজ হয়?
৫। ওয়ান্ডিং বলতে কী বুঝ?
৬। নয়েল (Noil) কী?
৭। সিমপ্লেক্স মেশিনের অন্য নাম কী?
৮। ইমালেশন বলতে কী বুঝ?
৯। সফেনিং এর সংজ্ঞা দাও?
১০। পাইলিং কি এবং কেন করা হয়?
১১। কয়েকটি ইয়র্নে প্যাকেজের নাম লিখ।
১২। তাঁত এর সংজ্ঞা দাও।
১৩। সাইজিং কেন করা হয়?
১৪। ডেন্টিং বলতে কী বুঝ?
১৫। উইভিং কাকে বলে?
১৬। নিটিং এর সংজ্ঞা দাও?
১৭। ওয়ান্ডিং কত প্রকার ও কী কী?
১৮। সাইজিং এ ব্যবহূত উপাদানগুলোর নামসহ উদাহারন দাও।
১৯। একটি আদর্শ মাড়ের রেসিপি দেখাও।
২০। চারটি ওয়ার্প ও ওয়েফট নিটিং মেশিনের নাম লিখ।
২১। ব্লো রোম লাইনে কী কী কাজ হয়?
২২। কাডিংকে কেন হার্ট অব দি স্পিনিং বলা হয়?
২৩। সিমপ্লেক্স ফ্রেমে আউটপুট কী?
২৪। নিডেল কত প্রকার ও কী কী?
২৫। কী কী পদ্ধতিতে মিক্সিং ও ব্লেন্ডিং করা
২৬। কার্ডিং এর উদ্দেশ্য কী?
২৭। ড্রয়িং ফ্রেমের উদ্দেশ্য লেখ।
২৮। কম্বিং বলতে কী বুঝ?
২৯। রিং ফ্রেমের উদ্দেশ্য ও কার্যাবলি লিখ।
৩০। ব্যাচ ও ব্যাচিং কাকে বলে?
৩১। কয়টি পদ্ধতিতে কাপড় তৈরি করা যায়?
৩২। ওয়েলস কাকে বলে?
৩৩। ক্যালসিয়াম ক্লোরাইড মাড়ের কোন উপাদান?
৩৪। প্রতিষেধক উপাদানের কাজ কি?
৩৫। ফেলটিং বলতে কী বুঝায়?
৩৬। কেন সুতায় মাড় দেওয়া হয়?
৩৭। ফেব্রিক গঠনগত দিক দিয়ে কত প্রকার ও কী কী?
৩৮। দুটি প্যারালাল ওয়ার্ন্ডি প্যাকোডার উদাহারণ দাও?
৩৯। GIP এর পূর্নরূপ লিখ।
৪০। কোন আঁশে এবং কেন ইমালশন প্রয়োগ করা হয়?
৪১। JBO এর পূর্ণরূপ কি?
৪২। প্রয়োগের পর হালকা ও ভারি সুতায় শতকরা কতভাগ তৈল রাখা হয়?
৪৩। স্প্রেডার মেশিনের ড্রফাট কত?
৪৪। সফেনিং মেমিন হিসেবে কোন কোন মেশিন ব্যবহার করা যায়?
৪৫। পাটের ক্যাচিং কাকে বলে?
৪৬। বিল্ডিং মোশন কাকে বলে?
৪৭। ড্রয়িং মেশিনে সাধারন ডাবলিং কত প্রকার ?
৪৮। রিং স্পিনিং ফ্রেমে কি উৎপন্ন হয়?
৪৯। টেকার ইন অঞ্চলের ৪টি যন্ত্রাংশের নাম লিখ।
৫০। সুতা কী?
সংক্ষিপ্ত এবং রচনামূলক সাজেশন গুলো আমাদের কোর্সসমূহে র মাঝে দেওয়া আছে।
যেকোন প্রয়োজন এ কল দিন 01723-474442 অথবা 01725-117988
আরও বিস্তারিত দেখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Papel Edu- Care