Vocational agriculture suggestions 2022 is 100% common and with answer sheet. If you are an examinee of ssc vocational or dakhil vocational exam 2022 then this is your post. So, lets get started..
papel edu care is working for ssc vocational students from the beginning of the year. You can check papel edu care’s vocational 2022 super suggestion and online course here.
vocational agriculture suggestions 2022 is here for your better preparation.
ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ ও ঘ বিভাগ মিলিয়ে ১৩টি সৃজনশীল প্রশ্ন আসবে । আমাদেরকে ২০২২ সালে যেকোনো বিভাগ মিলিয়ে ৪/৫ টি সৃজনশীল প্রশ্নের উত্তর অর্থাৎ ২২.৫ নম্বরের উত্তর করলেই হবে।
ক বিভাগ (২টি সৃজনশীল থাকবে)
Vocational agriculture suggestions 2022 সৃজনশীল প্রশ্নের ক
১. সম্পূরক খাদ্য কী? ?
২. এফ সি আর (FCR) কী ?
৩. খাদ্য সংরক্ষণ কী ?
৪. হে কী ?
৫. অ্যালাজ কী ?
সৃজনশীল প্রশ্নের খ
১. সাইলেজ কোন জাতীয় ঘাস থেকে তৈরি করা হয় ?
২. সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা হয় ?/পুকুরে সম্পূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন কেন?
৩. খাদ্য সংরক্ষণ কেন করা হয় উল্লেখ কর ?
৪. ভালো খাবারের কী কী গুণ থাকা প্রয়োজন ?
৫. খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখ?
৬. অ্যালাজ চাষের প্রয়োজনীয় উপাদানগুলো কী কী?
সৃজনশীল প্রশ্নের গ
১. মাছের সম্পূরক খাদ্য কিভাবে তৈরি করা হয় ?
২. পুকুরে প্রয়োগকৃত সম্পূরক খাদ্যে FCR এর মান নির্ণয় কর ?
৩. সম্পূরক খাদ্য/খাদ্য নষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা কর ?
৪. পশু পুষ্টির জন্য সাইলেজের গুরুত্ব আলোচনা কর?
সৃজনশীল প্রশ্নের ঘ
১. সঠিক খাদ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা কর?/খাবার ভালো রাখার করণীয়গুলো উদ্দীপকের ……নির্দেশনার আলোকে বর্ণনা কর।
২. উদ্দীপকের…..বর্ণনায় মাছের সম্পূরক খাদ্য তৈরির কৌশল বর্ণনা কর ?অথবা পুকুরে মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।
৩. কিভাবে হে তৈরি করা হয় বর্ণনা কর?
৪. আধুনিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
এগুলো ভাল ভাবে পড়লে শতভাগ কমন আসবে, , ,
এবার আসুন , , ,
খ বিভাগ (৪টি সৃজনশীল থাকবে)
সৃজনশীল প্রশ্নের ক
১. খাবি খাওয়া কী?
২. খাদ্য কী?
৩. মজুদ পুকুর কাকে বলে?/আদর্শ পুকুর কী?
৪.মৎস্য অভয়াশ্রম বলতে কী বোঝায়?
৫.মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন কী?
সৃজনশীল প্রশ্নের খ
১। কী কারণে মাছ খাবি খায়?
২। মজুদ পুকুরের আয়তন ও গভীরতা কত?
৩। মৎস অভয়াশ্রম কেন করা হয় ব্যাখ্যা কর?
৪। কী দিয়ে এবং কীভাবে মাছ অক্সিজেন গ্রহণ করে।
৫। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য লিখ।
৬। মৎস্য সংরক্ষণ আইন কী এবং কেন?
সৃজনশীল প্রশ্নের গ
১। মৎস্য সংরক্ষণ আইন অমান্যকারীর কী কী শাস্তি হতে পারে?
২। মাছের পুকুরের গুণাগুণ পরীক্ষা পদ্ধতি।
৩। পুকুরে সকালে দিকে মাছ খাবি খায় কেন?
৪। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ভঙ্গকারীর শাস্তির বিবরণ দাও।
৫। পুকুর খননের ভুলগুলো কি কি?
সৃজনশীল প্রশ্নের ঘ
১। মাছ উৎপাদন বাড়াতে গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করা?
২। কীভাবে পুকুরের পানিতে অক্সিজেনের ঘাটতি পূরণ করা যায় আলোচনা কর?
৩। পুকুরে সার প্রয়োগ পদ্ধতি।
৪। মৎস্য সংরক্ষণ আইনের ধাপসমূহ আলোচনা কর?
৫। পুকুরে তিন স্তরে মাছ চাষ লাভজনক- ব্যাখ্যা কর?
এবার আসুন, , ,
গ বিভাগ (৪টি সৃজনশীল থাকবে)
সৃজনশীল প্রশ্নের ক
১। পাবদা ও গুলশা কোন জাতীয় মাছ?
২। ক্যাটফিশ কী?
৩। গোশালা কী
৪। সমন্বিত চাষ কাকে বলে?
সৃজনশীল প্রশ্নের খ
১। গোলশা ও পাবদা মাছের দৈহিক বৈশিষ্ট্য লিখ?
২। শিং মাছ প্রতিকূল পরিবেশে বাঁচার কারণ উল্লেখ কর।
৩। সমন্বিত চাষের তিনটি সুফল লেখ।
৪। মাছ চাষে সূর্যের আলোর প্রয়োজন হয় কেন?
সৃজনশীল প্রশ্নের গ
১। মাছ সুস্বাদু হওয়ার কারণ ব্যাখ্যা কর। ?
২। ক্যাটফিশের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।
৩। পাবদা ও গোলশা মাছের বিস্তারিত আলোচনা কর।
৪। শিং মাছ চাষ লাভজনক হওয়ার কারণ ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নের ঘ
১। গুলশা ও পাবদা চাষের গুরুত্ব আলোচনা কর।
২। মাছ বিলুপ্তির কারণগুলো বিশ্লেষণকর।
Vocational agriculture suggestions 2022 কিছু প্রশ্ন এবং উত্তর:
হে কী?
উত্তর: হে অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য যা সারা বছর গবাদিপশুকে সরবরাহ করা হয়।
সাইলেজ কোন জাতীয় ঘাস থেকে তৈরি করা হয়?
উত্তর: বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা গেলেও ভুট্টা ও আলফা-আলফা দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নতমানের হয। ভুট্টার সাইলেজে বেশি পরিমাণে পুষ্টি উপাদান থাকে।
১.আমিনুল তার নিজস্ব পুকুরে মাছ চাষ করে। পূর্বে তার পুকুরে প্রাকৃতিক খাদ্যের ব্যবহারেই মাছ চাষ করত। কিন্তু অতিরিক্ত খাদ্য প্রদান করার ফলে মাছের উৎপাদন এখন বেশি হচ্ছে।
ক. সম্পূরক খাদ্য কী?
খ. FCR এর সমীকরণটি লিখে মাছের দৈহিক বৃদ্দি বের কর।
গ. মাছের সম্পূরক খাদ্য কীভাবে তৈরি করা হয়।
ঘ. পুকুরে মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।
সকর বিষয় উত্তর সহ সুপারস সাজেশন পেতে কল করুন 01723-474442 অথবা 01725-117988
- সম্পূরক খাদ্য কী?
উত্তর: প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে অতিরিক্ত যে খাদ্য দিতে হয় তাকে সম্পূরক খাদ্য বলে।
২.মাছ চাষকে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে সম্পূর্ক খাদ্য দিতে হয়। কিন্তু সংরক্ষেণর অভাবে এই সব সম্পূরক খাদ্য নষ্ট হয়।
ক. সম্পূরক খাদ্য কাকে বলে।
খ. মাছের খাবারের গুণগতমান ভাল হওয়া প্রয়োজন কেন?
গ. সম্পূরক খাদ্য নষ্ট হওয়ার কারণগুলো উপস্থাপন কর।
ঘ. সঠিক খাদ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা কর।
৩. আবুল কালামের একটি দুগ্ধ খামার আছে। সকল মৌসুমের পর্যাপ্ত খাবার দিতে না পারায় খামারের গাভীগুলো সব সময় চাহদানুযায়ী দুধ দিতে পারে না।
ক. খাদ্য সংরক্ষণ কী?
খ. খাদ্য সংরক্ষনৈর প্রয়োজনীয়তা লিখ।
গ. আবুল কালাম কিভাবে সবসময় পর্যাপ্ত দুধ পেতে পারে ব্যাখ্যা কর। ঘ. শুধু অজ্ঞতার কারণেই বাংলাদেশের অনেক দুগ্ধ খামার অলাভজনক-উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা যাচাই কর।
খাদ্য সংরক্ষণ কাকে বলে?
ক. কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেয়াকে খাদ্য সংরক্ষণ বলে।
উত্তর সহ সকল বিষয় এর সুপার সাজেশন একসাথে পেতে কল করুন 01723-474442 অথবা 01725-117988
৪.
গাজীপুর জেলার শিক্ষিত মেয়ে মর্জিনা খাতুন। চাকুরী না পেয়ে মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে তার বাড়ীতে ৪০ শতকের পুকুরে কার্পজাতীয় মাছ চাষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যার পর এলাকায় একজন সফল মৎস্য চাষী।
ক. আদর্শ পুকুরের গভীরতা কত?
খ. মাছ চাষে চুনের গুরুত্ব উল্লেখ কর।
গ. মর্জিনার পুকুরে কী পরিমাণ চুন লাগবে এবং কেন? ঘ. মর্জিনার পুকুরে সার প্রয়োগ পদ্ধতি বর্ণনা কর।
৫.
পাবনার চলনবিল এলাকায় দেশি মাছের অভাব হওয়ায় এলাকার তরুণ সংঘের ছেলে-মেয়েরা মিলে তিন বিষা জমি লিজ নিয়ে মাছের অভয়াশ্রম তৈরি করলে হঠাৎ এলাকায় নানা ধরনের দেশি মাছের সংখ্যা বৃদ্ধি পায়। এতে তরুণ সংঘের সদস্যদের সুনাম সমগ্রহ দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
ক. মাছের অভয়াশ্রম কী?
খ. ডিমওয়ালা মাছ নিধনের কুফল কী কী?
গ. দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে তরুণ সংঘের ভূমিকা ব্যাখ্রা কর।
ঘ. পাবনার তরুণ সংঘ দেশের তরুণদের জন্য আদর্শ –উক্তিটি ব্যাখ্যা কর।
ক. মৎস্য অভয়াশ্রম হচ্ছে কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ, যেখানে বছরের নির্দিষ্ট সময়ে বা সারা বছর দীর্ঘ মেয়াদের জন্য অথবা স্থায়ীভাবে মাছ ধরা নিষিদ্ধ করা হয়।
খ. ডিমওয়ালা মাছ নিধনের কুফলগলো হলোঃ
১. যেসব মাছের পেটে ডিম থাকে তারা পোনা ছাড়ে। ফলে মাছের বংশবৃদ্ধি ঘটে। এসব ডিমওয়ালা মাছ নিধন করলে মাছের উৎপাদন কমে যায়।
২. আজকের ডিমওয়ালা মাছ আগামী দিনের দেশের আমিষের চাহিদা পূরণ করে থাকে । এ কারণে ডিমওয়ালা মাছ নিধন করলে পুষ্টির একটি বড় গুন থেকে মানুষ বঞ্চিত হবে।
৩. ডিমওয়ালা মাছ নিধন করলে বাজারে মাছের চাহিদা দিন দিন কমে যাবে । ফলে মাছের দাম বৃদ্ধি পাবে।
৪. ডিমওয়ালা মাছ নিধন করলে জলাশয়ে মাছের জীববৈচিত্র সংরক্ষণ করা কঠিন হয়ে দাঁড়াবে।
৬. সাদেকুলের পুকুরে প্রায়ই সকালের দিকে মাছগুলো ভেসে ওঠে এবং মুফ উপরে তুলো হা করে দুর্বলভাবে চলাচল করে। ১/২ ঘন্ট পরে তারা আবার পানির নিচে স্বাভাবিকভাবে চলাচল করে।
ক. খাবি খাওয়া কী?
খ. কী দিয়ে এবং কীভাবে মাছ অক্সিজেন গ্রহণ করে?
গ. মাছ চাষের জন্য পুকুরের পানির গুণগুণ ব্যাখ্যা কর।
ঘ. কীভাবে পুকুরের পানিকে অক্সিজেনের ঘাটতি পূরণ করা যায়। আলোচনা কর।
ক. খাবি খাওয়া কী?
অক্সিজেনের অভাবে মাছ যখন পানির ও্পর মুখ তুলে হা করে ও মুখ বন্ধ করে তখন মাছের এ অবস্থাকে খাবি খাওয়া বলে।
খ. কী দিয়ে এবং কীভাবে মাছ অক্সিজেন গ্রহণ করে?
পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রধানত ফাইটোপ্লাংকটন ও জলজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত হয়। বায়ুমন্ডল হতে সরাসরি পানির উপরিভাগেও কিছু অক্সিজেন মিশ্রিত হয়। পুকুরে বসবাসকারী মাছ ও অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায় মাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ফুলকার সাহয্যে অক্সিজেন গ্রহণ করে থাকে।
৭. লতিফ একদিন সকালে তার পুকুর পাড়ে গিয়ে দেখল যে, পুকুরের মাছগুলো পানির উপরে মুখ তুলে হা করছে ও মুখ বন্ধ করছে। মৎস্য অফিসে গিয়ে পরামর্শ চাইলে মৎস্য কর্মকর্তা তাকে ঐ সময় সাঁতার কাটতে এবং বড় বড় লাঠি দিয়ে পানি আন্দোলিত করার পরামর্শ দিলেন।
ক. খাবি খাওয়া কী?
খ. কী কারণে মাছ খাবি খায়?
গ. লতিফের পুকুরে সকালের দিকে মাছ খাবি খায় কেন? ব্যাখ্যা কর।
ঘ. মৎস্য খামারের পুকুরের পানিতে অক্সিজেনের অভাব পূরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায় বর্ণনা কর।
খ. কী কারণে মাছ খাবি খায়?
বিভিন্ন কারণে মাছ খাবি খায়। মাছেরর খাবি খাওয়ার কারণগুলো হলো:
১. পুকুরের পানিতে অক্সিজেনের অভাব দেখা দিলে।
২. আকাশ মেঘাচ্ছন্ন থাকলে।
৩. বাতাসের আর্দ্রতা বেশি হলে। ৪. পানিতে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে গেলে।
pdf file den sir✌️