৯. প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১০. সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যসমূহ লিখ।
১১. সিরিজ সার্কিটের সুবিধা – অসুবিধা লেখ।
১২. আদর্শ সার্কিটের প্রয়োজনীয় উপাদানের নাম লিখ।
১০. সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য সমূহ লিখ।
উত্তর: সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য নিম্নে দেওয়া হলো-
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যঃ
(১) সিরিজ সার্কিটে প্রযুক্ত ভোল্টেজ সার্কিটের প্রতিটি লোর্ডের বা প্যারামিটারের ভোল্টেজের যোগফলের সমান।
অর্থাৎ V= +………….
(২) সিরিজ সার্কিটের প্রতিটি লোড বা রোধ বা প্যারামিটারের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়।
(৩) সিরিজ সার্কিটের সমতুল্য রোধ বা মোট রোধ সার্কিটের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফলের সমান ।
(৪) সিরিজ সার্কিটের সাথে সিরিজে অতিরিক্ত রোধ সংযোগ করলে সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, কিন্তু সার্কিটের
কারেন্ট ও পাওয়ার কমে যায়।
প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যঃ
(১) প্যারালাল সার্কিটের প্রতিটি লোড বা রোধের ভোল্টেজ সমান এবং তা সরবরাহ ভোল্টেজের সমান।
অর্থাৎ V= V1 = V2= V3= …………….
(২) প্যারালাল সার্কিটের সবগুলো লোড বা কারেন্টের যোগফল সার্কিটের মোট কারেন্টের সমান।
অর্থাৎ I= I1 + I2 + I3………..
(৩) প্যারালাল সার্কিটের প্রতিটি শাখা রোধের বিপরীত মানের যোগফল সার্কিটের মোট রোধ বা সমতুল্য রোধের বিপরীত
মানের সমান। অর্থাৎ 1/Rp= 1/R1+1/R2+1/R2+…..……..
(৪) প্যারালাল সার্কিটের সাথে প্যারালালে অতিরিক্ত রোধ সংযোগ করলে সার্কিটের মোট রোধ কমে যায় ফলে কারেন্টের মান বৃদ্ধি
পায়।
১১. প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ কর যে, 1/Rp= 1/R1+1/R2+1/R2+…..1/Rn
উত্তর:
১২. সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণ কর যে, Rs= R1+R2+R3+…….Rn
উত্তর: