About Lesson
ডিপ্লোমা ৩য় পর্বের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান ২ ৩য় অধ্যায় তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা থেকে আজকের ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃতপূর্বক গাণিতিক ব্যাখ্যা করা হয়েছে। এই প্রশ্নটি আমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। এই প্রশ্নটি আবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও আসতে পারে যেমন জুলের সূত্রটি বিবৃত কর।
Join the conversation