অতি সংক্ষিপ্ত সুপার সাজেশন
১। আধুনিক কম্পিউটারের জনক কে? প্রথম গণনা যন্ত্রের নাম কী?
২। ENIAC কী? ট্রানজিস্টর কত সালে আবিষ্কৃত হয়?
সংক্ষিপ্ত প্রশ্ন
১। আধুনিক কম্পিউটারে বৈশিষ্ট্যগুলো কী কী?
২। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
রচনামূলক সুপার সাজেশন
১। কম্পিউটার প্রজন্মের শ্রেণিবিভাগ করে প্রত্যেক প্রজন্মের বিবরণ দাও।
অতি সংক্ষিপ্ত
১। কম্পিউটার কী? আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটির আভিধানিক অর্থ গণণা যন্ত্র বা হিসেবকারী যন্ত্র।
পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাবনিকাশের কাজই করা হতো। কিন্তু বর্তমানে অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অতি
দ্রুতগতিতে জটিল হিসাবনিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়।
আধুনিক কম্পিউটারের জনক হলো বিজ্ঞানী চার্লস ব্যাবেজ।
২। ENIAC কী? UNIVAC কী? ট্রানজিস্টর কত সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ ENIAC হলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
UNIVAC হলো প্রথম বাণিজ্যিক কম্পিউটার।
৩। তৃতীয় প্রজন্মের দুটি কম্পিউটারের নাম লেখ।
উত্তরঃ তৃতীয় প্রজন্মের দুটি কম্পিউটারের নাম হলো- IBM-360, PDP-II
সংক্ষিপ্ত
১। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তরঃ আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলো-
- ইনপুট-প্রসেস-আউটপুট
- উচ্চ গতিসম্পন্নতা
- ত্রুটি শনাক্তকরণ ও সংশোধন
- মেমরি
- বিশাল তথ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা
- লজিক্যাল ডিসিশন মেকিং
- অক্লান্ত কর্মক্ষমতা
- সূক্ষ্ণ প্রক্রিয়াকরণের ক্ষমতা
- বহুমুখিতা
- স্বয়ংক্রিয়তা।
২। কম্পিউটারের প্রজন্মের শ্রেণিবিভাগ কর।
উত্তরঃ প্রজন্ম হিসাবে কম্পিউটারকে পাঁচটি শ্রেণিতে বিভক্ত করা হয়।
- প্রথম প্রজন্ম
- দ্বিতীয় প্রজন্ম
- তৃতীয় প্রজন্ম
- চতুর্থ প্রজন্ম
- পঞ্চম প্রজন্ম।
৩। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
উত্তরঃ পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য-
- কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
- একাধিক মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনী।
- স্বয়ংক্রিয়ভাবে অনুবাদে সক্ষম।
- বিশাল মেমরি ও স্টোরেজ সুবিধা।
- কন্ঠস্বরে নির্দেশনা পালন।
রচনামূলক
১। আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
২। কম্পিউটারের প্রজন্ম কয়টি কী কী? প্রত্যেক প্রকারের বর্ণনা দাও।